Farmer Protest Talks: কৃষকদের সঙ্গে বৈঠকে \'সুর নরম\' কেন্দ্রের, ৫০ শতাংশ দাবিতে মান্যতা

2020-12-31 2

এক মাস ধরে চলা কৃষক আন্দোলনের চাপের মুখে কিছুটা সুর নরম মোদি সরকারের, কৃষকদের ৪টি দাবির মধ্যে ২টি মেনে নিয়েছে কেন্দ্র। তিন কৃষি আইনের প্রত্যাহার ও ফসলের দাম বা এমএসপি-র আইনি গ্যারান্টি নিয়ে ৩০ ডিসেম্বরের বৈঠকেও মেলেনি কোনও সমাধানসূত্র। ৪ জানুয়ারি ফের বৈঠকে বসবে দু\'পক্ষ। ৩০ ডিসেম্বরের বৈঠকে দু\'টি বিষয় মেনে নিয়েছে কেন্দ্র। এই দু\'টি বিষয় হল- দিল্লির দূষণে হ্রাস টানতে রাজধানী এবং সংলগ্ন এলাকায় চাষজমির খড়কুটো পোড়ানোর অপরাধে ৫ বছরের জেল এবং ১ কোটি জরিমানার শাস্তির আওতার বাইরে কৃষকেরা। কৃষিকাজে সেচব্যবস্থায় বিদ্যুতে ভর্তুকি আগের মতই বজায় থাকবে। কৃষি সংক্রান্ত ৩ আইন বাতিল না হলেও সংশোধনে রাজির রয়েছে কেন্দ্র, সেকথা এদিন আরও একবার জানিয়ে দেন নরেন্দ্র সিং তোমর, শিল্প সংক্রান্ত প্রতিমন্ত্রী সোম প্রকাশ এবং পীযূশ গোয়েল। নূন্যতম সহায়ক মূল্যে ফসল কেনার বিষয়টি নিয়েও আরও একবার ভাবনাচিন্তা করতে প্রস্তুত কেন্দ্র।